প্রয়োজনীয় কিছু টিপস যা সর্বদা আপনার কাজে লাগবে.. না পড়লে মিস করবেন!

আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় কিছু অজানাকে জানতে এ পোষ্ট



** যে কোন ধরনের চুলকানি চর্মরোগ এ নিমপাতা ও কাঁচা হলুদ বেটে গোসল এর ৩০ মিনিট আগে          লাগালে ভালো হয়।

** রক্ত আমাশয় হলে ডুমুর গাছের শিকড় এর রস সকাল বিকাল দুইবার খান।

** দাঁতের ব্যাথা হলে আক্রান্ত স্থানে কাঁচা হলুদ হালকা কুসুম গরম করে লাগিয়ে দিন। আবার যদি             দাঁতের মাড়ি ক্ষয় দাঁত দিয়ে রক্তপড়া  এসব সমস্যার জন্য জামের বিচি গুড়ো করে নিয়মিত দাঁত         মাজলে দারুন উপকার করা যায়।

** ফোঁড়া  হলে তা যদি বেশি সমস্যা করে বা না পেকে শক্ত  দঃরার মতো হয়ে যায়, তাহলে কলমি             শাক এর কচি পাতা এবং শিকড় একসঙ্গে পেস্ট তৈরি করে ফোঁড়ার উপর লেপে দিয়ে দির্ঘক্ষণ             রেখে দিলে ফোঁড়া সহজে পাকবে ও কম সময়ে সমস্যা সমাধান হয়ে যাবে। 

** শরীরের অংশ যেমন হাত পা আঙ্গুল মাথা পায়ের যে কোন অংশ মচকে  গিয়ে ব্যাথা পেলে চালতা গাছের পাতা ও মূলের ছাল সমপরিমান  এক সঙ্গে পেস্ট করে  ব্যাথার যায়গায় লাগালে দারুন কাজ করে।

** আমাদের ঠোঁটের দুই পাশে ও মুখের ভেতরে অনেক সময় দেখা যায় ঘা এর মত হয়, এর জন্য সমাধান পেতে হলে গাব ব ফরের রসেএর সাথে অল্প পরিমান পানি মিশিয়ে লাগালে খুব ভালো কাজ হয়।

** অনেক মানুষের গায়ে বিরক্তিকর ঘামের গন্ধ বেল পাথা পানিতে ভিজিয়ে  এ পানি দিয়ে শরীর মুছলে সমাধান পাওয়া যায়।

** মাথা ব্যাথা অনুভব করলে এক মুষ্টি পরিমান কালোজিরা একটা পুটলির মধ্যে বেধে শুকতে থাকুন মাথা ব্যাথা সেরে যাবে।

** এ শিতে কাশি হলে দুই বা তিন টুকরা দারুচিনি ১-২ টা এলাচি, তিনপাতা তেজপাতা সমপরিমান লবঙ্গ ও সামান্য চিনি পানিতে ফুটিয়ে ছেকে নিন, হালকা গরম পানি খেলে কাশি ভালো হয়।

** গলায় মাছের কাটা আটকালে  অর্ধেক লেবু নিয়ে রস চুষে খেয়ে নিন েফলে আটকে যাওয়া কাটা আস্তে আস্তে নরম হয়ে নিচের দিকে নেমে যাবে।

** শরিরের যে কোন অঙ্গ কেটে গেলে ক্ষত স্থানে সাদা কাগজ টুকরা লাগিয়ে দিন রক্ত পড়া বন্ধ হয়ে যাবে।

** শ্বাস কষ্ট হলে বাসক পাতা ও ছাল একসঙ্গে সেদ্ধ করে বেটে সমপরিমান মধু মিশিয়ে খেয়ে নিন আশা করি উপর্কৃত হবেন।

** রাতে ঘুমের সমস্যা বা ঘুম ভালো না হলে ডালিমের রসের সাথে ঘৃতকুমারীর শাস মিশিয়ে খেতে পারেন। অথবা রাথে ঘুমানোর আধঘন্ট আগে এক গ্লাস গরম গরম দুধ খেয়ে নিন রাতে ভালো ঘুম হবে।

* হঠাৎ পেট গ্যাস হলে বা ক্ষুধা মন্দা হলে এক টুকরা আদা দিয়ে একচামচ রস খেয়ে নিন ভালো কাজ করবে।
Share:

5 comments:

  1. Nice all post thank admin

    ReplyDelete
  2. Excellent post for everybody

    ReplyDelete
  3. I enjoyed your articles, this is very nice blog.
    XoXo

    www.PiPiLiKa.blogspot.com

    ReplyDelete
  4. Bharat Negi Seo is one of the most famous SEO Expert/ Seo freelancers in India seo expert in Noida With the experience of 5+ years in SEO in Delhi NCR, Best Local Seo expert in Noida, Delhi. 10+ Years Experience. Trusted by 150+ Companies. Increase Organic Local Visibility, Quality Traffic & Sales of Your Online

    ReplyDelete